রবিবার, ৮ই সেপ্টেম্বর,
২০২৪

  • আন্তর্জাতিক

  • ট্রাম্প বললেন কমলা ‘উগ্র বাম পাগল’


    সোনারদেশ ২৪ ডেস্ক


    বৃহস্পতিবার , ২৫শে জুলাই,

    ২০২৪

    /

    14 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    কমলা হ্যারিসকে পাগল বলে সমালোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প।

    বুধবার( ২৪ জুলাই ) যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার সমাবেশে সম্ভাব্য নতুন নির্বাচনী প্রতিপক্ষ বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলাকে আক্রমণ করে বক্তব্য দিলেন ট্রাম্প। 

    কমলা হ্যারিসের সমালোচনা করতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি একজন 'উগ্র বাম পাগল' যিনি কখনো নির্বাচিত হলে আমাদের দেশকে ধ্বংস করে দেবেন। আমরা তা হতে দেব না।

    বাইডেন প্রশাসনের সীমান্তনীতির সমালোচনা করে ট্রাম্প বলেন, অভিবাসন বিষয়ে বাইডেন প্রশাসনের নীতির জন্য কমলাকে দায়ী করা উচিত। কমলা যুক্তরাষ্ট্রের সীমান্ত উন্মুক্ত করে দিয়েছেন। এর ফলে সারা বিশ্ব থেকে দুই কোটি অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে ঢোকার সুযোগ পেয়েছে।

    ট্রাম্প বলেন, তিনি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ করে দেবেন। কোনো ধরনের বিলম্ব ছাড়াই কমলার অবাঞ্ছিত পদক্ষেপ বন্ধ করবেন।

    তাছাড়া গর্ভপাত ইস্যুতেও কমলার সমালোচনা করেন ট্রাম্প। তিনি দাবি করেন, কমলা অষ্টম ও নবম মাসেও গর্ভপাতের পক্ষে। কমলা শিশুহত্যার পক্ষে।

    গত সোম ও মঙ্গলবার পরিচালিত এক জরিপে কমলার প্রতি ৪৪ শতাংশ ও ট্রাম্পের প্রতি ৪২ শতাংশ ভোটার সমর্থন জানান। 


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd