বুধবার, ২৩শে এপ্রিল,
২০২৫

  • খেলাধুলা

  • জয়ে শুরু গম্ভীর-সূর্যকুমার জুটির


    সোনারদেশ ২৪ ডেস্ক


    শনিবার, ২৭শে জুলাই,

    ২০২৫

    /

    46 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জিতে সংক্ষিপ্ত সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অধিনায়ক রোহিত, কোচ রাহুল দ্রাবিড়।

    দ্রাবিড়ের রিপ্লেশমেন্ট হিসেবে গৌতম গম্ভীরকে ভারত ক্রিকেট দলের হেড কোচ পদে দায়িত্ব দিয়েছে বিসিসিআই। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে অধিনায়কত্ব পেয়েছেন সূর্যকুমার। শ্রীলঙ্কা সফর থেকে মিশন শুরু হয়েছে এই জুটির।

    অ্যাসাইনমেন্টের শুরুতেই জয়ে রাঙিয়েছেন এই জুটি। পাল্লেকেলেতে ৪৩ রানে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েছে এই জুটির নেতৃত্বাধীন ভারত।গম্ভীর-সূর্যকুমার জুটির জয়ের রাতে অভিষেকে আত্মসমর্পন করেছে জয়সুরিয়া-আসালাঙ্কা জুটি।

    পাল্লেকেলেতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ভারত টপ অর্ডাররা ব্যাট চওড়া করেছে। ওপেনিং জুটিতে যইশাল-শুভমন ঝড়ে উঠেছে ৩৬ বলে ৭৪ রান। তৃতীয় উইকেট জুটিতে সূর্যকুমার-পন্ট যোগ করেছেন ৪৩ বলে ৭৬ রান। এই জুটির কল্যানে ভারত স্কোর টেনে নিয়েছে ২১৩/৭ পর্যন্ত। যইশাল ২১ বলে ৫ চার, ২ ছক্কায় করেছেন ৪০, শুভমন গিল ১৬ বলে ৩৪। অধিনায়কত্বের অভিষেকেই সূর্যকুমার ব্যাটে ঝড় তুলেছেন। মাত্র ২২ বলে করেছেন ফিফটি। পাথিরানার ইয়র্কারে এলবিডাব্লুউ হওয়ার আগে করেছেন ২৬ বলে ৮ চার, ১ ছক্কায় ৫৮ রান। রিশব পন্টকে (৩৩ বলে ৬ চার, ১ ছক্কায় ৪৯) ফিফটি পেতে দেননি এই লঙ্কান পেসার। স্লোয়ার ডেলিভারিতে করেছেন বোল্ড। মার খেলেও পাথিরানা পেয়েছেন ৪ উইকেট (৪/৪০)।

    ২১৪ রানের টার্গেটে শ্রীলঙ্কার শুরুটা ছিল আশা জাগানিয়া। ওপেনিং পার্টনারশিপের ৫২ বলে ৮৪ রান এবং দ্বিতীয় উইকেট জুটির ৩৩ বলে ৫৬ রান ভারতকে ফেলে দিয়েছিল শঙ্কায়। তবে ১৪০ থেকে ১৭০, এই ৩০ রানে শ্রীলঙ্কার ৭ উইকেট ফেলে দিলে বড় জয়ে সিরিজ শুরু করতে পেরেছে ভারত। লেগ স্পিনার রায়ান প্রাগ (৩/৫) এবং পেসার আর্শদ্বীপের (২/২৪) বোলিংয়ে ম্লান হয়েছে লঙ্কা ওপেনার নিশাঙ্কার ব্যাটিং (৪৮ বলে ৭ চার, ৪ ছক্কায় ৭৯)। কুশল মেন্ডিজের লড়াইও (২৭ বলে ৭ চার, ১ ছক্কায় ৪৫) বৃথা গেছে।  

    ভারত : ২১৩/৭ (২০.০ ওভারে)
    শ্রীলঙ্কা : ১৭০/১০ (১৯.২ ওভারে)
    ফল : ভারত ৪৩ রানে জয়ী।
    প্লেয়ার অব দ্য ম্যাচ : সূর্যকুমার (ভারত)।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd