বৃহস্পতিবার , ২১শে নভেম্বর,
২০২৪

  • বিনোদন

  • জীবন থেকে কেড়ে নেওয়া এক যুগ কি ফেরত পাব: ন্যানসি


    সোনারদেশ ২৪ ডেস্ক


    শুক্রবার, ২৫শে অক্টোবর,

    ২০২৪

    /

    18 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় গত সরকারের আমলে নানাভাবে হয়রানির শিকার হয়েছেন। দীর্ঘদিন কোণঠাসা ছিলেন এই শিল্পী।

     

    অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বদলে গেছে দেশের চিত্রপট। বর্তমানে চলচ্চিত্র জুরি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ন্যানসি। অনুভূতি ব্যক্ত করে এ বিষয়ে গণমাধ্যমে ন্যানসি বলেন, ‘একটা সময় শুনেছি আমার গান থাকলেই নাকি সেন্সর বোর্ডে সমস্যা সৃষ্টি হতো, আমি এখন সেখানে গুরুত্বপূর্ণ দয়িত্বে আছি, এটা নিঃসন্দেহে আমার জন্য ভালো লাগার।’

     

    অন্য সময় বা পৃথিবীর অন্য কোথাও জন্মগ্রহণ করলে, আরো ভালো গান উপহার দিতে পারতেন বলে কী মনে হয়? জবাবে ন্যানসি বলেন, ‘আমি যদি গায়িকা না হয়ে নায়িকা হতাম, আমি যদি পাখি হতাম— এগুলো কথার কথা। আর মূল্যায়ন-অবমূল্যায়ন সব জায়গাতেই আছে। ভারতে এমন অনেক গুণী শিল্পী আছেন, যাদের বলিউড ইন্ডাস্ট্রি চেনেই না। দেশ এবং দেশের মানুষ আমাকে অনেক দিয়েছেন। আমি কখনো ভাবি না, অন্য দেশে জন্মালে আরো ভালো কিছু করতাম।’

     

    শিল্পীজীবনের তিক্ত অভিজ্ঞতা জানিয়ে ন্যানসি বলেন, ‘আমাদের এখানে যে বিষয়টি আমার খারাপ লাগে, সেটা পলিটিক্স। যদি শিল্পীদের পলিটিক্স হতো, গানের পলিটিক্স হতো, মেনে নিতাম। কিন্তু একটি দেশের সরকার শিল্পীদের নিয়ে রাজনীতি করবে, তা মানতে পারি না। শিল্পীদের শিল্পসত্তার বিকাশে বাধা দেওয়া সমাজের জন্য কল্যাণকর নয়।’

     

    প্রশ্ন ছুড়ে দিয়ে ন্যানসি বলেন, ‘যাদের আলাদা মতাদর্শ আছে, তাদের নাম শিল্পীর খাতা থেকে কেটে ব্ল‍্যাকলিস্টে ফেলা প্রচণ্ড ঘৃণিত একটি কাজ। আমার জীবন থেকে প্রায় এক যুগ সময় কেড়ে নেওয়া হয়েছে। এই সময় কি আমি ফেরত পাব?’


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd