রবিবার, ৮ই সেপ্টেম্বর,
২০২৪

  • শিক্ষা

  • জাবিতে আন্দোলনকারীদের ওপর হামলা, প্রভোস্টের পদত্যাগ


    সোনারদেশ ২৪ ডেস্ক


    মঙ্গলবার, ১৬ই জুলাই,

    ২০২৪

    /

    15 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পদত্যাগ করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট অধ্যাপক নাজমুল হাসান তালুকদার।   রোববার দিবাগত রাত পৌনে তিনটার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। এ ঘটনার জেরে ব্যক্তিগত কারণ দেখিয়ে হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন।

    প্রাধ্যক্ষ অধ্যাপক নাজমুল হোসেন তালুকদার রোববার দুপুর ১২টার দিকে বলেন, গতকাল রাতে মৌখিকভাবে পদত্যাগ করেছি। ব্যক্তিগত, পারিবারিক কারণ এবং আত্মমর্যাদা রক্ষায় আজ (সোমবার) লিখিত পদত্যাগ করেছি।

    এর আগে রোববার গভীর রাতে বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ ইত্যাদি স্লোগান দিয়ে ক্যাম্পাসের বটতলায় জড়ো হতে থাকেন। তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে দুজন আন্দোলনকারীকে অবরুদ্ধ করার অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এই খবর জানাজানি হলে রাত সাড়ে ১২টার দিকে তাদের মুক্ত করার জন্য বিক্ষোভরত শিক্ষার্থীরা হলের সামনে অবস্থান নেন।

    পরে রাত দেড়টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করতে থাকেন আন্দোলনকারীরা। মিছিলটি রাত সোয়া ২টার দিকে রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে এলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেন এবং মুখোমুখি অবস্থান নেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবিরসহ কয়েকজন শিক্ষক দুই পক্ষকে থামানোর চেষ্টা করেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের জামায়াত-শিবির আখ্যা দেন ও নারী শিক্ষার্থীদের উদ্দেশে গালাগাল করেন।

    একপর্যায়ে রাত পৌনে ৩টার দিকে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী ৪৬ ব্যাচের ছাত্র প্রাচুর্যসহ বেশ কয়েকজন হামলা করছেন।

    এদিকে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা হল প্রভোস্ট উস্কে দিয়েছেন এমন অভিযোগে রাত ৪টার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট অধ্যাপক নাজমুল হোসেন তালুকদার আন্দোলনকারী শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। এ সময় শিক্ষার্থীরা প্রভোস্টের ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের তোপের মুখে তিনি রাতে মৌখিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd