শুক্রবার, ১৮ই অক্টোবর,
২০২৪

  • জাতীয়

  • চাঁপাইনবাবগঞ্জে মিটার চুরির কারণে বন্ধ ১৭ প্রতিষ্ঠান


    সোনারদেশ ২৪ ডেস্ক


    বৃহস্পতিবার , ১৭ই অক্টোবর,

    ২০২৪

    /

    4 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    চাঁপাইনবাবগঞ্জে বৈদ্যুতিক মিটার চুরি যাওয়ায় চারদিন ধরে বন্ধ আছে ১৭ বাণিজ্যিক শিল্প প্রতিষ্ঠান। ফলে কর্মসংস্থানহীন হয়ে প্রতিষ্ঠানগুলোর কয়েকশ কর্মীরা। পাশাপাশি লোকসানের মুখে পড়ছেন প্রতিষ্ঠানের মালিকরা।

     

    ব্যবসায়ীরা জানান, গত সোমবার (১৪ অক্টোবর) রাতে জেলার নাচোল ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার রাইস মিল, স’ মিলসহ উৎপাদনভিত্তিক ১৭ প্রতিষ্ঠানের মিটার চুরি করে নিয়ে যায় চোরচক্র। চুরির সময় সেখানে একটি মোবাইল নম্বরও রেখে যায়। ওই নম্বরে যোগাযোগ করলে ১০ থেকে ১৫ হাজার টাকা দাবি করা হয়। দাবির টাকা দিলে মিটার ফেরত দিতে চান তারা।

     

    ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, ঘটনার পর চোরেরা মুঠোফোনে তাদের হুমকি দিচ্ছেন। তবে পুলিশ এখনো তাদের গ্রেফতার করতে পারেনি।

     

    গোমস্তাপুর থানার ওসি শহীদুল ইসলাম জানান, মুঠোফোনের সূত্র ধরে চোর ধরার চেষ্টা চলছে। খুব শিগগিরই চোর ধরা পড়বে বলে জানান তিনি।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd