রবিবার, ১৩ই অক্টোবর,
২০২৪

  • আইন আদালত

  • গায়েবি মামলা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে রিট


    সোনারদেশ ২৪ ডেস্ক


    মঙ্গলবার, ২৪শে সেপ্টেম্বর,

    ২০২৪

    /

    17 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    গায়েবি মামলায় হয়রানি, গ্রেপ্তার ও নির্যাতনে জড়িতদের চিহ্নিত এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ নির্ধারণে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট হয়েছে।

     

    সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমূর আলম খন্দকার মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

     

    রিটে আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও র‍্যাবের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

     

    এর আগে ২৮ আগস্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর আইনি নোটিশ পাঠান তিনি। নোটিশে তিনি নিজেকে গায়েবি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি হিসেবে উল্লেখ করেন।

     

    ওই নোটিশের জবাব না পেয়ে এ রিট করা হয়। পরে এ আইনজীবী বলেন, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা দিতে আবেদনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাজে বাধা, বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে যেসব ‘গায়েবি মামলা’ হয়েছে, সেগুলোর কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd