বৃহস্পতিবার , ২১শে নভেম্বর,
২০২৪

  • অর্থনীতি

  • খেলাপি ঋণ বেড়ে ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা


    সোনারদেশ ২৪ ডেস্ক


    রবিবার, ১৭ই নভেম্বর,

    ২০২৪

    /

    8 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকগুলোর খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৪ হাজার ৯৯৭ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ১৬ দশমিক ৯৩ শতাংশ। আলোচ্য সময়ে মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৬ লাখ ৮২ হাজার ৮২১ কোটি টাকা।

     

    রোববার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।

     

    চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫৮৬ কোটি টাকা, যেখানে জুন পর্যন্ত ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা।

     

    বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, সেপ্টেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ১১১ কোটি টাকা, যা তাদের বিতরণ করা ঋণের ৪০ দশমিক ৩৫ শতাংশ। সেপ্টম্বর পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বিতরণ করেছে ৩ লাখ ১২ হাজার ৫৫৪ কোটি টাকা।

     

    বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮০৬ কোটি টাকা, যা তাদের বিতরণ করা ঋণের ১১ দশমিক ৮৮ শতাংশ। আলোচ্য সময়ে বেসরকারি ব্যাংকগুলো বিতরণ করেছে ১২ লাখ ৬১ হাজার ২২৯ কোটি টাকা।

     

    বিদেশি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ২৪৫ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ৪ দশমিক ৯৯ শতাংশ। বিদেশি ব্যাংকগুলো ঋণ বিতরণ করেছে ৬৫ হাজার ৩৪ কোটি টাকা।

     

    একই সময়ে বিশেষায়িত ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ৫ হাজার ৮১৩ কোটি টাকা দাঁড়িয়েছে, যা বিতরণ করা ঋণের ১৩ দশমিক ২১ শতাংশ। সেপ্টেম্বর পর্যন্ত বিশেষায়িত ব্যাংকগুলো বিতরণ করেছে ৪৪ হাজার কোটি টাকা।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd