২০২৫
34 বার পড়া হয়েছে
খুলনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে শেখ বাড়ি। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে মহানগরীর শেরেবাংলা রোডে অবস্থিত শেখ হাসিনার চাচাতো ভাইদের বাড়ির সামনে বিক্ষুব্ধ ছাত্র-জনতা অবস্থান নিয়ে ভাঙচুর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি বুলডোজার নিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ছাত্র-জনতা স্লোগান দিতে থাকেন ‘শেখ বাড়ির আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘স্বৈরাচারের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাড়ি গুঁড়িয়ে দেওয়ার কার্যক্রম চলছিল।