সোমবার, ২৩শে জুন,
২০২৫

  • আন্তর্জাতিক

  • কাশ্মীরে ভারতীয় বাহিনীর গাড়িতে অতর্কিত হামলা, দুই সেনাসহ নিহত ৪


    সোনারদেশ ২৪ ডেস্ক


    শুক্রবার, ২৫শে অক্টোবর,

    ২০২৫

    /

    20 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    ভারত-শাসিত কাশ্মীর অঞ্চলে সামরিক বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে একটি সশস্ত্র গোষ্ঠী। এ হামলায় দুই সেনা সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও তিন সেনা সদস্য। 

     

    শুক্রবার (২৫ অক্টোবর) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

     

    আল জাজিরা কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবার রাতে পাকিস্তানের সঙ্গে কাশ্মীরের সীমান্তে গুলমার্গের কাছে বোটা পাথরি এলাকায় সন্ত্রাসীরা একটি সেনা গাড়িতে লক্ষ্য করে গুলি চালায়। এতে দুই সেনা সদস্যসহ চারজন নিহত হয়েছেন। বাকি দুইজন বেসামরিক নাগরিক।

     

    নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা বলেন, "হামলার জন্য দায়ী জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে।"

     

    এক সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, ঘটনাস্থল পর্যবেক্ষণের জন্য নিরাপত্তা বাহিনী ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করছে। 

     

    এ ঘটনার নিন্দা জানিয়ে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে "সাম্প্রতিক হামলার ঘটনাকে" "গুরুতর উদ্বেগের বিষয়" বলে বর্ণনা করেছেন।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd