রবিবার, ১৩ই অক্টোবর,
২০২৪

  • জাতীয়

  • কর্মচারী নিয়োগে দুর্নীতি: সাবেক আইনমন্ত্রী-জেলা জজের নামে অভিযোগ


    সোনারদেশ ২৪ ডেস্ক


    মঙ্গলবার, ১লা অক্টোবর,

    ২০২৪

    /

    5 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    সিরাজগঞ্জের আদালতে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কর্মচারী নিয়োগ করা হয়েছে দাবি করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সিরাজগঞ্জের সাবেক জেলা ও দায়রা জজ (বর্তমানে রংপুর জেলা ও দায়রা জজ) ফজলে-খোদা নাজিরসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করা হয়েছে। 

     

    মঙ্গলবার (১ অক্টোবর) আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বাদী হয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর এ অভিযোগ করেন।

     

    অভিযুক্ত অন্য তিনজন হলেন- তৎকালীন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোছা. সালমা খাতুন, সিরাজগঞ্জের তৎকালীন যুগ্ম জেলা ও দায়রা জজ তানভীর আহম্মেদ ও তৎকালীন সিনিয়র সহকারী জজ নিজাম উদ্দিন ফরাজী। 

     

    অভিযোগে বাদী উল্লেখ করেন, ২০২২ সালে সিরাজগঞ্জ জজ আদালত ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ করা হয়। নিয়োগ পাওয়া ৩৪ জন কর্মচারীর মধ্যে ২২ জনই ছিল ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার। 

     

    সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সিরাজগঞ্জের তৎকালীন জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির, নিয়োগ কমিটির সভাপতি তৎকালীন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা. সালমা খাতুন, নিয়োগ বাছাই ও পরীক্ষা গ্রহণ সংক্রান্ত কমিটির সদস্য তৎকালীন যুগ্ম জেলা ও দায়রা জজ তানভীর আহম্মেদ ও সিরাজগঞ্জ সদরের সিনিয়র সহকারী জজ নিজাম উদ্দিন ফরাজীর যোগসাজশে ওই নিয়োগে ব্যাপক আর্থিক লেনদেন করা হয়। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে নিয়োগ দেওয়া হয়। বিষয়টি নিয়ে সিরাজগঞ্জের সর্বস্তরের মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

     

    নিয়োগের দায়িত্বে থাকা বিচারকরা পছন্দের ব্যক্তিদের নিজেদের খাস কামড়ায় বসিয়ে গোপনে পরীক্ষা নেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। তাই ওই নিয়োগ বাতিল করে সাবেক আইনমন্ত্রীসহ চার বিচারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করা হয়। 



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd