শনিবার, ২৭শে জুলাই,
২০২৪

  • আইন আদালত

  • কদমতলীতে জাল টাকার কারখানায় ডিবির অভিযান


    সোনারদেশ ২৪ ডেস্ক


    শনিবার, ৮ই জুন,

    ২০২৪

    /

    49 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    রাজধানীর কদমতলীর দনিয়া এলাকায় একটি জাল টাকার কারখানায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার লালবাগ বিভাগের একটি দল। ঘটনাস্থল থেকে মূলহোতা লিয়াকত হোসেন জাকির ও দুই নারীসহ কয়েকজনকে আটক করা হয়েছে।

    শনিবার (৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এই অভিযান শুরু হয়।

    পুলিশ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে কোটি টাকা মূল্যের বাংলাদেশ ও ভারতীয় মুদ্রা বাজারে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য ছিল এই চক্রটির। 

    লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মসিউর রহমান গণমাধ্যমকে বলেন, লিয়াকত হোসেন জাকির বাংলাদেশে জাল টাকা ও জাল রুপি তৈরি করার অন্যতম ব্যক্তি। গত ১৫-২০ বছর ধরে জাল টাকা পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন তিনি। 

    জাকিরের মূল কারখানা খুলনা ও বাগেরহাট এলাকায় জানিয়ে তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে অনেক পরিমাণ জাল টাকা ও জাল রুপি তারা নিয়ে এসেছে। যার পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে।  


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd