শুক্রবার, ২০শে সেপ্টেম্বর,
২০২৪

  • সারাদেশ চট্টগ্রাম

  • কক্সবাজারে সংঘর্ষের ঘটনায় আহত কিশোরের মৃত্যু


    সোনারদেশ ২৪ ডেস্ক


    বুধবার, ৪ঠা সেপ্টেম্বর,

    ২০২৪

    /

    13 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    কক্সবাজার শহরের সমিতিপাড়ায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত সুকান্ত (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজার সদর হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল। 

    নিহত সুকান্ত সমিতিপাড়া এলাকার বাসিন্দা সুকুমারের ছেলে। তিনি সেলুনে কাজ করতেন। কাউন্সিলর আকতার কামাল বলেন, গত সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়ার লোকজনের মধ্যে দফায়-দফায় হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘচে। এসময় অর্ধশতাধিক মানুষ আহত হন। আহতদের মধ্যে সুকান্ত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    কাউন্সিলর আকতার কামালের স্ত্রী কামরুন্নেছা বলেন, ‘সংঘর্ষের সময় ছেলেটা আহত হয়ে বাঁচার জন্য আকুতি করছিল। আমাকে মা সম্বোধন করে হাসপাতালে নেওয়ার জন্য আর্তনাদ করে কাঁদছিল। আমি তাকে টমটমে (ইজিবাইক) করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা পথ অবরোধ করে আমাকেও মারধর করে। সুকান্ত আজ সন্ধ্যায় হাসপাতালে  মারা গেছেন।’ 

    কক্সবাজার সদর হাসপাতলের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আশিকুর রহমানকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

    কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামানকে মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি। যে কারণে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd