রবিবার, ৫ই জানুয়ারি,
২০২৫

  • অর্থনীতি

  • এক বছরে ভরিতে সোনার দাম বেড়েছে ২৫ হাজার ৮৪৭ টাকা


    সোনারদেশ ২৪ ডেস্ক


    মঙ্গলবার, ৩১শে ডিসেম্বর,

    ২০২৫

    /

    8 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    চলতি বছর সোনার বাজার ছিল বেশ অস্থির। দেশের বাজারে এক বছরে প্রতি ভরি সোনার দাম বেড়েছে ২৫ হাজার ৮৪৭ টাকা। ২০২৪ সালের জানুয়ারি মাসে প্রতি ভরি সোনার দাম ছিল এক লাখ ১২ হাজার ৪৪১ টাকা। ডিসেম্বর শেষে সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা। আলাচ্য বছরে দেশের বাজারে সোনার দাম ৩৫ বার বাড়ানো হয়েছে।

     

    বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সূত্রে এ তথ্য জানা গেছে।

     

    সর্বশেষ দাম কমানোর পরও সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এক লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ৩২ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ১৩ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৯২ হাজার ৮৬৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

     

    দেশের বাজারে সোনার দাম পর্যালোচনায় দেখা গেছে, সর্বশেষ ২৯ ডিসেম্বর সোনার দাম কমানো হয়েছে। এ নিয়ে চলতি বছর ২৭ বার কমানো হয়েছে সোনার দাম। এছাড়া, দাম বাড়ানো হয়েছে ৩৫ বার। সবমিলিয়ে দেশের বাজারে সোনার দাম ৬২ বার পরিবর্তন করা হয়েছে।

     

    এদিকে, রূপার দামও চলতি বছর কিছুটা বাড়ানো হয়েছে। দাম বাড়ানোর ফলে ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকায় বেচাকেনা হচ্ছে।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd