রবিবার, ৮ই সেপ্টেম্বর,
২০২৪

  • আন্তর্জাতিক

  • উত্তর কোরিয়ার বেলুনের কারণে দক্ষিণ কোরিয়ায় বিমান চলাচল ব্যাহত


    সোনারদেশ ২৪ ডেস্ক


    বৃহস্পতিবার , ২৫শে জুলাই,

    ২০২৪

    /

    13 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    উত্তর কোরিয়া গত ২৪ ঘন্টার মধ্যে আবর্জনা বোঝাই প্রায় ৫০০ বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছে। এর ফলে দক্ষিণ কোরিয়ায় বিমান চলাচল ব্যাহত হয়েছে বলে বৃহস্পতিবার সিউলের কর্মকর্তারা জানিয়েছেন। 

    এই বেলুনগুলো পিয়ংইয়ং-এর একটি চলমান প্রচার-প্রচারণার অংশ যা দক্ষিণে উত্তর কোরিয়ার দলত্যাগকারী এবং কর্মীদের বিরুদ্ধে চালানো হয়। এই দলত্যাগীরা নিয়মিতভাবে পিয়ংইয়ংবিরোধী লিফলেট ওষুধ, অর্থ এবং  কে-পপ ভিডিও ও নাটকের কপি বেলুনে বোঝাই করে উত্তর কোরিয়া পাঠায়।

    কোরিয়া বিমানবন্দর করপোরেশনের একজন কর্মকর্তা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় সিউলের জিম্পো বিমানবন্দরে একটি সন্দেহভাজন বেলুনের কারণে দুই ঘণ্টার জন্য বিমানের উড্ডয়ন ও অবতরণ নিষিদ্ধ ছিল। 

    সিউলের কাছের প্রদেশ জিওংগির একটি আবাসিক ভবনের উপরে পড়া একটি বেলুনে আগুন লেগেছে। অবশ্য দমকলকর্মীরা আগুন নিভিয়ে ফেলেছে।

    দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, কিছু বেলুন সময়মতো পপার দিয়ে সজ্জিত ছিল যা আগুনের কারণ হতে পারে। 

    দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফের মুখপাত্র লি সুং-জুন একটি ব্রিফিংয়ে বলেন, বেলুনের সাথে একটি টাইমার সংযুক্ত করা হয়, যা একটি নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরে বেলুনগুলোকে চুপষে দেয় এবং আবর্জনা ছড়িয়ে দেওয়ায় প্রভাব রাখে।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd