শনিবার, ১৮ই জানুয়ারি,
২০২৫

  • আন্তর্জাতিক

  • ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৪৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু


    সোনারদেশ ২৪ ডেস্ক


    মঙ্গলবার, ১১ই জুন,

    ২০২৫

    /

    37 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে অন্তত ৪৯ অভিবাসনপ্রত্যাশীর প্রাণ গেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এমনটি জানিয়েছে।

    খবর বিবিসির।  

    বেঁচে যাওয়া যাত্রীদের কয়েকজন জানান, তাদের নৌকায় মোট ২৬০ অভিবাসনপ্রত্যাশী ছিলেন। সোমবার ঝোড়ো হাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়।  

    ১৪০ জন নিখোঁজ রয়েছেন। তাদের খুঁজে পেতে অনুসন্ধান তৎপরতা চলছে। আইওএম জানায়, তারা উদ্ধার পাওয়া ৭১ জনকে সহায়তা দিয়েছে। এর মধ্যে আটজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

    এডেনের পূর্বদিকে রুদাম জেলার স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, নৌকায় যারা ছিলেন, তারা অভিবাসনপ্রত্যাশী। তাদের বেশির ভাগই ইথিওপিয়ার। অভিবাসনপ্রত্যাশীরা উপসাগরীয় দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে ইয়েমেনকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে থাকেন।

    রুদাম জেলার পরিচালক হাদি আল-খুরমা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, সৈকতে পৌঁছার আগেই নৌকাটি ডুবে যায়।  

    স্থানীয় জেলে ও বাসিন্দারা জীবিতদের উদ্ধার করতে সমর্থ হন। উদ্ধার অভিবাসনপ্রত্যাশীরা তাদের সহযাত্রীদের কথা জানান, যারা একই নৌকায় ছিলেন, বলেন আল-খুরমা।

    তিনি বলেন, অনুসন্ধান কার্যক্রম চলছে। ঘটনার বিষয়ে জাতিসংঘকে জানানো হয়েছে।

    মঙ্গলবার এক বিবৃতিতে আইওএম মুখপাত্র মোহাম্মদআলি আবুনাজেলা বলেন, সাম্প্রতিক এ ট্র্যাজেডি জরুরি অভিবাসন চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার কথা আরও একবার স্মরণ করিয়ে দিল।
     
    জাতিসংঘের তথ্যমতে, গত বছর ৯৭ হাজার অভিবাসনপ্রত্যাশী হর্ন অব আফ্রিকা থেকে ইয়েমেনে যান। ইয়েমেনে যুদ্ধ এবং লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলার সত্ত্বেও এ সংখ্যা বেড়েছে।  


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd