রবিবার, ১৩ই জুলাই,
২০২৫

  • আন্তর্জাতিক

  • ইরান, ইরাক, ইয়েমেন, সিরিয়া থেকে হামলার আশঙ্কা ইসরায়েলের


    সোনারদেশ ২৪ ডেস্ক


    শনিবার, ২৬শে অক্টোবর,

    ২০২৫

    /

    14 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    ইরানের তেহরানসহ কয়েকটি প্রদেশে সামরিক স্থাপনায় হামলার পর ইরান, ইরাক, লেবানন, ইয়েমেন ও সিরিয়া থেকে সম্ভাব্য হামলার আশঙ্কা করছে ইসরায়েল।

     

    শনিবার (২৬ অক্টোবর) ইসরায়েলের সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ এ খবর জানায়।

     

    খবরে বলা হয়, শুক্রবার রাতভর ও শনিবার সকাল পর্যন্ত ইরানের রাজধানী তেহরান, খুজেস্তান ও ইল্লাম প্রদেশের সেনাঘাঁটি, এয়ার বেসের হামলা চালায় ইসরায়েল।

     

    ১ অক্টোবর ইসরায়েলের সামরিক ঘাঁটি, এয়ার বেস ও মোসাদ ভবনে ইরান হামলা চালানোর পর ইসরায়েল এ হামলা করেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়।

     

    ইসরায়েলের হামলার বিষয়ে ইরান জানায়, সীমিত পরিসরে হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে, ইসরায়েল দাবি করেছে, ইসরায়েলের সেনাবাহিনী ইরানের নির্দিষ্ট লক্ষ্যবস্তুর ওপর হামলা করেছে। এ হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরান ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যেন, দুই দেশ পরস্পরের প্রতি যেন আর সরাসরি হামলা না চালায়। তবে ইরান জানিয়েছে, ইসরায়েলের হামলার উপযুক্ত জবাব দিতে তারা প্রস্তুত।

    এদিকে, রাশিয়ার বার্তাসংস্থা তাস-এর বরাত দিয়ে ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ জানায়, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইরান, ইরাক, ইয়েমেন, লেবানন ও সিরিয়া থেকে সম্ভাব্য হামলার প্রতি গভীর নজর রাখছে।

     

    প্রসঙ্গত, শুক্রবার রাতভর ও শনিবার (২৫ ও ১৬ অক্টোবর) সকাল পর্যন্ত তেহরান ও খুজেস্তান, ইল্লাম প্রদেশের সামরিক ঘাঁটি ও এয়ার ফোর্সের ঘাঁটিতে হামলা করে ইসরায়েল।

     

    এ হামলায় সামান্য ক্ষতি হয়েছে উল্লেখ করে ইরান জানায়, ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে তদন্ত চালানো হচ্ছে। ইসরায়েলের পক্ষ থেকেও জানানো হয়নি, তাদের হামলায় ইরানে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

     

    তবে ইরান পাল্টা ঘোষণায় বলেছে, ইসরায়েলের আগ্রাসন প্রতিরোধে পাল্টা হামলা করতে তারাও প্রস্তুত।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd