শুক্রবার, ১৮ই অক্টোবর,
২০২৪

  • আন্তর্জাতিক

  • ইরানের তেল খাতে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র


    সোনারদেশ ২৪ ডেস্ক


    শনিবার, ১২ই অক্টোবর,

    ২০২৪

    /

    7 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইরানের জ্বালানি তেল খাতের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

     

    শুক্রবার (১১ অক্টোবর) মার্কিন ট্রেজারি এবং স্টেট ডিপার্টমেন্ট নিষেধাজ্ঞার কথা ঘোষণা করে। খবর আল জাজিরা।

     

    মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানায়, ইসরায়েলে হামলার শাস্তিস্বরূপ ইরানের তেল খাতের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর আওতায় মূলত যেসব কোম্পানি এবং বাহন ইরানের তেল ব্যবসা ও পরিবহণের সঙ্গে জড়িত সেগুলোর ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

     

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, ১ অক্টোবর ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে আমরা ইরানের কর্মের জন্য তার ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করবো। সেই লক্ষ্যে, আমরা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমানবিক কর্মসূচিতে অর্থায়নের জন্য ব্যবহার করা পেট্রোকেমিক্যাল শিল্পগুলোর ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছি।

     

    ইউএস ট্রেজারি প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল খাতের সঙ্গে সম্পৃক্ত যেকোনও ব্যক্তির বিরুদ্ধে এখন থেকে নিষেধাজ্ঞা জারি করতে পারবে তারা।

     

    গত ১ অক্টোবর ইসরাইলে ১৮১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও হামাসের প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর প্রতিশোধ হিসেবে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd