শুক্রবার, ২০শে সেপ্টেম্বর,
২০২৪

  • আন্তর্জাতিক

  • ইরাকে সরকারি তহবিল থেকে ২৫০ কোটি ডলার চুরির অভিযোগ


    সোনারদেশ ২৪ ডেস্ক


    মঙ্গলবার, ২৭শে আগস্ট,

    ২০২৪

    /

    11 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    ইরাকে সরকারি তহবিলের ২৫০ কোটি ডলার চুরির অভিযোগে একজন ব্যবসায়ী এবং একজন সাবেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার দেশটির একটি ফৌজদারি আদালত এই পরোয়ানা জারি করেছে। 

    এই কেলেঙ্কারিটিকে ‘শতাব্দির সেরা ডাকাতি’ বলা হয়। এ ঘটনা ইরাকে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। কারণ দেশটি কয়েক দশক ধরে ব্যাপক দুর্নীতি ও বেকারত্ব সমস্যা মোকাবিলা করেছে। এছাড়া দেশটির অবকাঠামো খাতও ধ্বংসপ্রায়।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ জানিয়েছে, ফৌজদারি আদালত ব্যবসায়ী নুর জুহাইর এবং তৎকালীন প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদেমির সাবেক উপদেষ্টা হাইথাম আল-জুবুরির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এরা দুজনই বর্তমানে পলাতক রয়েছে।

    কর কর্তৃপক্ষের মতে, আসামিরা ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২২ সালের আগস্টের মধ্যে পাঁচটি কোম্পানির মাধ্যমে ২৪৭টি চেক দিয়ে ২৫০ কোটি ডলার আত্মসাৎ করেছে।

     


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd