২০২৪
16 বার পড়া হয়েছে
প্রদেশের পুলিশের প্রধান উসমান আনওয়ার বলেন. পুলিশের এক কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া অন্তত ১১৯ পুলিশ সদস্য আহত হয়েছেন। এমনকি বিক্ষোভকারীরা ২টি পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। ইসলামাবাদের বাইরে এবং পাঞ্জাবে এসব ঘটনা ঘটেছে।
তিনি বলেন, আহতদের মধ্যে দুই পুলিশ কর্তকর্তার অবস্থা গুরুতর। অন্যদিকে ইমরান খানের দলের পক্ষ থেকে বলা হয়েছে, সংঘর্ষে তাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন।
তারা জানিয়েছে, ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ও তার অন্যতম সহযোগী আলি আমিন গন্দপুর এ বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন। সোমবার রাতে এটি প্রায় ইসলামাবাদের অভ্যন্তরে চলে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দাঙ্গা পুলিশ এবং আধা-সামরিক বাহিনীর সদস্যরা ইসলামাবাদের সড়কে মোতায়েন রয়েছেন। এছাড়া বিক্ষোভকারীদের ঠেকাতে শিপিং কনটেইনার দিয়ে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তাগুলো অবরোধ করতে শিপিং কনটেইনার ব্যবহার করেছে।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বিক্ষোভকারীদের শহরে প্রবেশ ঠেকাতে পূর্বাঞ্চলীয় প্রদেশে শহর ও টার্মিনালের মধ্যে সব গণপরিবহনও বন্ধ করে দেওয়া হয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জিও নিউজকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইমরান খানের দলের নেতাদের সঙ্গে আলোচনা চেয়েছে। সরকার এ বিষয়ে আন্তরিক। তবে এটি এখনো কোনো কাজে দেয়নি।