বুধবার, ১২ই মার্চ,
২০২৫

  • সারাদেশ ঢাকা

  • ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু


    সোনারদেশ ২৪ ডেস্ক


    সোমবার, ৩রা ফেব্রুয়ারি,

    ২০২৫

    /

    33 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হওয়ার পর দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়।


    সকাল ১০টা থেকে নজমের জামাতের সাথিদের সঙ্গে বয়ান করছেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন। ইজতেমার পুরো সময় কীভাবে পার করবে সেসব নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা চলছে।


    ইতোমধ্যে মধ্যে ৭২টি দেশ থেকে তিন হাজার ২৫৬ জন বিদেশি মেহমান ময়দানে অবস্থান করছেন। ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের ইজতেমা শেষে তারা নিজ দেশে ফিরবেন। তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এসব তথ্য নিশ্চিত করেছেন।


    এদিকে, প্রথম পর্বের প্রথম ধাপের তিন দিনের ইজতেমা শেষে মুসল্লিরা ইজতেমার ময়দান ত্যাগ করার পর রবিবার (২ ফেব্রুয়ারি) মাগরিবের আগেই মাঠের পরিচ্ছন্নতা কাজ শেষ হয়।


    হাবিবুল্লাহ রায়হান জানান, দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য মাঠ এখন পুরোপুরি প্রস্তুত। এই ধাপে মোট ৪০টি ঢাকার একাংশসহ ২২টি জেলার মুসল্লিরা অংশ নেবেন। রাজধানীর যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ ও মোহাম্মাদপুর; মুন্সীগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবন জেলার মুসুল্লিরা অংশগ্রহণ করছেন।


    জোহরের নামাজের পর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক, আসরের নামাজের পর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা রবিউল হক এবং মাগরিবের নামাজের পর বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট।


    এর আগে, ইজতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাত শেষে তাবলিগের স্বেচ্ছাসেবক এবং গাজীপুর সিটি করপোরেশনের তিন শতাধিক পরিচ্ছন্নতাকর্মী আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেন। বিদেশি নাগরিকদের ভোগান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে ফরেন টেন্টে সাধারণ ডায়েরির ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপেও প্রথম ধাপের মতো নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd