বুধবার, ১২ই মার্চ,
২০২৫

  • আন্তর্জাতিক

  • আমাজনের এক শহরে বিশাল সিঙ্কহোল, জরুরি অবস্থা জারি


    সোনারদেশ ২৪ ডেস্ক


    শনিবার, ২২শে ফেব্রুয়ারি,

    ২০২৫

    /

    31 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    ব্রাজিলের আমাজনের একটি শহরে বিশাল সিঙ্কহোলের সৃষ্টি হয়েছে। এতে হাজারো মানুষের ঘরবাড়ি ধ্বংসের ঝুঁকিতে রয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, স্থানীয় সরকার জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে।


    শনিবার (২২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।


    স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আমাজনের মারানহোর বুরিতিকুপু নামে ওই শহরটির বেশ কয়েকটি ভবন ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। শহরটিতে মোট ৫৫ হাজার মানুষের বাস রয়েছে। এরমধ্যে শঙ্কা দেখা দিয়েছে ১ হাজার ২০০ মানুষের বাড়ি বিশাল সিঙ্কহোলে পড়ে ধ্বংস হয়ে যেতে পারে।


    স্থানীয় সরকার জানিয়েছে, বুরিতিকুপু শহর দীর্ঘদিন ধরেই সিঙ্কহোল সমস্যার সম্মুখীন। তবে সাম্প্রতিক সময়ে সিঙ্কহোলগুলোর আকার বড় হয়ে আবাসিক এলাকাগুলোর দিকে এগোচ্ছে। শহরে ভবন ধসের ঘটনা বাড়তে থাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।


    বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বালুকাময় মাটি নরম হয়ে এসব সিঙ্কহোল সৃষ্টি হয়েছে। মারানহাউ ফেডারেল বিশ্ববিদ্যালয়ের ভূগোলবিদ মার্সিলিনো ফারিয়াস জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ভারী বর্ষণের ফলে পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পাশাপাশি বন উজাড় করে অপরিকল্পিত নির্মাণকাজও ভূমিধসের জন্য দায়ী। গত ৩০ বছর ধরে এই সমস্যাটি থাকলেও, এবারের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ।


    বুরিতিকুপুর ৬৫ বছর বয়সী বাসিন্দা অ্যান্তোনিয়া দোস অ্যাঞ্জস জানিয়েছেন, শহরবাসীরা আতঙ্কিত, কারণ কেউ জানে না কখন কোথায় মাটির নিচে ধস নামবে।


    শহরের পাবলিক ওয়ার্কস বিভাগের প্রধান লুকাস কোনসিকাও স্বীকার করেছেন যে, জটিল সিঙ্কহোল পরিস্থিতির সমাধান খুঁজে বের করার ক্ষমতা পৌরসভার স্পষ্টতই নেই।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd