রবিবার, ৮ই সেপ্টেম্বর,
২০২৪

  • জাতীয়

  • আন্দোলনকারীদের আক্রমণে পিছু হটছে ফায়ার সার্ভিস


    সোনারদেশ ২৪ ডেস্ক


    বৃহস্পতিবার , ১৮ই জুলাই,

    ২০২৪

    /

    21 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ঘটনায় রাজধানীর বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনায় আগুন নেভাতে গিয়ে আন্দোলনকারীদের আক্রমণে পিছু হটতে বাধ্য হচ্ছে ফায়ার সার্ভিস।

    বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটিরত অফিসার খালেদা ইয়াসমিন।

    খালেদা ইয়াসমিন বার্তা২৪.কমকে বলেন, মিরপুর ১০ নম্বর পুলিশ বক্সে আগুনের ঘটনায় মিরপুর ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভাতে গেলে আমাদের গাড়িতে হামলা করা হয়। পরে আমাদের গাড়ি ভাঙচুর করলে আমাদের গাড়ি ব্যাক করতে বাধ্য হয়।

    তিনি বলেন, রামপুরা বিটিভি ভবনে আগুনের ঘটনায় আমরা খবর পেয়ে আগুন নেভাতে গেলে মাঝপথে আমাদের বাধা দিয়ে গাড়ি ভাঙচুর করা হয়। পরে আমরা ব্যাক করে চলে এসেছি।

    এর আগে বিকাল ৩টা নাগাদ রাজধানীর মিরপুর ১০ নম্বরে মেট্রোরেলের নিচে অবস্থিত পুলিশ বক্সে আগুনের ঘটনা ঘটেছে।

    জানা গেছে, আন্দোলন চলাকালীন সময়ে পরিস্থিতি খারাপ হলে তখন আন্দোলনকারীরা এই পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় পুলিশ বক্সের ওপরের চাল পুড়ে যায়।

    বর্তমানে ঘটনাস্থলে কোনো পুলিশ সদস্য নেই বলেও জানা গেছে। বর্তমানে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান করছে।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd