শুক্রবার, ১৪ই মার্চ,
২০২৫

  • জাতীয়

  • আনা হলো ক্রেন, ভাঙা হচ্ছে ৩২ নম্বরের বাড়ি


    সোনারদেশ ২৪ ডেস্ক


    বুধবার, ৫ই ফেব্রুয়ারি,

    ২০২৫

    /

    16 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দিতে আনা হয়েছে ক্রেন ও এক্সক্যাভেটর। প্রথমে ভাঙচুর তারপর বাড়িটিতে আগুন দেওয়া হয়েছে।


    বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়। রাত ১১টার পরেও সেখানে আগুন জ্বলছে।


    ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচি ঘোষণা করে বুধবার রাত ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয়। সেখানে সমবেত হয়ে ভাঙচুরের এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িতে।


    এরপর রাত ১০টা ৫৫ মিনিটে বুলডোজার নিয়ে আসা হয় এবং ১১টা ১০ মিনিটে বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। এবং রাত ১১টা ৩৫ মিনিটে নিয়ে আসা হয় একটি এক্সক্যাভেটর। নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার ঘোষণার প্রতিবাদেই ছাত্র-জনতা ৩২ নম্বরের বাড়িতে জড়ো হওয়ার সিদ্ধান্ত নেয়।


    সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার আগে থেকেই ছাত্র-জনতার খণ্ড খণ্ড মিছিল ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশে জড়ো হতে থাকে। রাত ৮টার পরে ছাত্র-জনতা একপর্যায়ে সেখানে দরজা ভেঙে বঙ্গবন্ধু ভবনে ঢুকে পড়ে। তাদের অনেকে ভাঙচুর চালানো শুরু করে। অনেককে দরজা-জানালা খুলে ফেলতে দেখা যায়। জানালার কাচ ভেঙে ফেলা হয়। অনেককে ভবনের ইট খুলে নিতেও দেখা যায়। পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা সেখানে আগুন দেয়।


    রাসেল স্কয়ারে পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে। আশপাশের সড়কগুলোতেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ১০ নম্বর বাড়ি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত হওয়ার আগ পর্যন্ত এ বাড়িতেই থাকতেন শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান। বাড়িটি পরবর্তী সময়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd