২০২৪
20 বার পড়া হয়েছে
বিদ্যুৎ বিষয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা সব চুক্তি বাতিলে সরকারের সংশ্লিষ্টদের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
বুধবার (১৩ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার এম কাইয়ুম লিটন জনস্বার্থে এ রিট দায়ের করেন।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনের ওপর শুনানি হবে।
রিটে অবিলম্বে অন্যায্য একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল চাওয়া হয়েছে।
জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে পর্যালোচনা কমিটি গঠন করে বিস্তারিত রিপোর্ট দেওয়ার জন্যও আর্জি জানানো হয়েছে রিটে।
রিটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিতে সময় বেঁধে দেওয়া হয়েছে।