২০২৫
13 বার পড়া হয়েছে
আজ ৭ ফেব্রয়ারী২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
ছাড়া ছাড়া কিছু ব্যাপার জোরা লাগাতে যাচ্ছেন, পাক্কা হিসেব চাই।
বৃষ
আঁচড় দিতে চাইবে কেউ, সাবধান।
মিথুন
নতুন কোনো ব্যাপারে ঝুঁকবেন, মজাও পাবেন।
কর্কট
তন্নতন্ন করে যা খুঁজছিলেন তা পেয়ে যাবেন আজ, দারুণ।
সিংহ
গুটিয়ে আছেন যে? কী হলো আপনার।
কন্যা
ছিটকে ফেলতে চাইবে কেউ, সাবধান।
তুলা
অভ্যস্ত কিছুই অনভ্যস্ত ঠেকবে আজ, সাবলীল থাকুন।
বৃশ্চিক
ইতস্তত করছেন কেন? বলে ফেলুন যা আজ।
ধনু
নিবিড় আনন্দে বেস্টিত দিন, আর কি চাই।
মকর
অনায়াসলব্ধ কিছু আনন্দের কারণ হবে, চমৎকার একটি দিন।
কুম্ভ
আত্মপ্রবঞ্চনা করবেন না, নিজেকে মেলে ধরুন।
মীন
দারুণ কোনো ঝামেলা সামাল দিতে যাচ্ছেন, শাবাশ।