২০২৪
14 বার পড়া হয়েছে
আজ, ১০ ডিসেম্বর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
কারও কুসংস্কারে বিশ্বাস আপনার কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। সোজা পথে হাঁটুন, কিচ্ছু হবে না।
বৃষ
অপ্রত্যাশিত নিমন্ত্রণ পেতে যাচ্ছেন, রাখবেন!
মিথুন
ঘোর লাগা কিছু মুহূর্ত উপভোগ করতে যাচ্ছেন। স্বপ্ন সময় কাটবে।
কর্কট
কোনো এক বিশেষ ঘটনায় এক লহমায় স্মৃতির দরজা খুলে যাবে আজ। কী হলো বলুন তো!
সিংহ
‘কিছু না’ ব্যাপারটাই আজ অনেক কিছু হয়ে দাঁড়াতে পারে। সচেতনতা কাম্য।
কন্যা
অব্যক্ত কিছু অনুভূতি আজ প্রকাশিত হতে যাচ্ছে। ব্যাপারটা ভালোই হবে আপনার জন্য।
তুলা
নিঃসঙ্গতার জালে নিজেকে জড়াতে চাইছেন কেন। ফিরে আসুন।
বৃশ্চিক
না দেখা কিছু ব্যাপার স্পষ্ট হবে আজ। চমকে উঠবেন।
ধনু
রহস্যময় এক যাত্রায় যুক্ত হতে চলেছেন। যাত্রা শুভ হোক।
মকর
অভিমান, অনুযোগ, আক্ষেপ- সবকিছুর সমাপ্তি হবে আজ, মোহগ্রস্ত একটি দিন কাটাতে যাচ্ছেন।
কুম্ভ
ব্যতিক্রমী কোনো কিছু টানবে আজ। মিস করবেন বিশেষ কাউকে।
মীন
বিশাল কোনো কাজে হাত দিতে যাচ্ছেন আজ। দেখবেন, একদিন ঠিকই শেষ হবে তো।