২০২৫
13 বার পড়া হয়েছে
আজ ৯ ফেব্রয়ারী২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
একাই এগিয়ে যেতে হতে পারে আজ, নির্দ্বিধায় আগ বাড়ুন।
বৃষ
চটে আছেন বেশ, আজ তা প্রশমিত হবে।
মিথুন
খুব ব্যস্ত? তবু প্রিয়জনকে আজ সময় দেওয়া চাই কিন্তু!
কর্কট
আড্ডা গল্প গানের দিন, আর কী লাগে!
সিংহ
হাঁপিয়ে উঠেছেন? আজ ফুরসত মিলবে বিশ্রামের।
কন্যা
দারুণ কোনো সহযোগিতা পাবেন আজ, এর প্রয়োজন ছিল।
তুলা
আবেগটা নিয়ন্ত্রণ করা চাই আজ, নতুবা সব গুবলেট হযবৃশ্চিক
প্রশ্রয় চাইবে কেউ, তবে সীমা তা যেন অতিক্রম না করে।
ধনু
আনাড়ি কেউ বেশ জ্বালাবে, সচেতনতা কাম্য।
মকর
খেই হারাবেন না, আবার শুরু করুন।
কুম্ভ
ঘাবড়াবেন না, আজ বেতাল কিছু হতে পারে।
মীন
মনটা কি কেমন কেমন করছে? প্রিয়জনদের দূরে ঠেলে দিচ্ছেন কেন?
়
ে যাবে।