২০২৫
43 বার পড়া হয়েছে
আজ, ৯ জুন ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
ভরসার একটা জায়গা তৈরি হবে আজ। শান্তি পাবেন।
বৃষ
তাথৈ তাথৈ করব মনটা। দিনটাকে আনন্দে মাতিয়ে রাখুন।
মিথুন
খানিকটা কঠিন হতে হবে আজ। বাঁচার প্রয়োজনেই।
কর্কট
ক্ষমা মহৎ গুণ। এ গুণটি আজ বড়ই প্রয়োজন।
সিংহ
তীক্ষ্ণভাবে খেয়াল রাখুন। কিছু কি টের পাচ্ছেন?
কন্যা
এক শ একটা কাজ করতে হবে আজ। পরিকল্পনামাফিক করলে অবশ্যই সম্ভব।
তুলা
আয়ত্তের বাইরে গিয়েও কিছু করতে হবে আজ। শাবাশ।
বৃশ্চিক
রোমান্সের তীব্রতা আজ অনুভব করবেন। আজ যে তার সঙ্গে দেখা।
ধনু
হয়রানি হওয়া যাবে না আজ। অনেক কাজ।
মকর
ভাসাভাসা নয়, আজ ডুব দিতে হবে। সে রকম একটি দিন।
কুম্ভ
জটিল রসায়নে পড়তে পারেন। আপনি তো যুদ্ধের জন্য তৈরি!
মীন
আবেগের পালসটা মাপতে থাকুন। সঠিকতা যাচাই করুন।