২০২৫
14 বার পড়া হয়েছে
আজ ৮ ফেব্রয়ারী২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
ভুলটা শোধরানোর সুযোগ পাবেন, কাজে লাগান।
বৃষ
প্রতিজ্ঞায় অটল থাকুন, আজ পরীক্ষায় পাস করা চাই।
মিথুন
দেরিতে হলেও ভালো একটা কিছু শুরু করতে যাচ্ছেন।
কর্কট
ফাঁসাতে চাইবে কেউ, সাবধান!
সিংহ
আইকনিক কিছু করতে যাচ্ছেন, এগোন।
কন্যা
বর্ণিল একটি দিন কাটবে, বাহ্।
তুলা
মুখরোচক কোনো ব্যাপারে মজে থাকবেন, আর কী লাগে!
বৃশ্চিক
আজ কাজের ফাঁকে ফাঁকে কি খানিকটা রোমান্সও হবে? কী বলেন?
ধনু
মাঝপথে হাল ছাড়ছেন কেন? কী হলো?
মকর
টুকরো টুকরো কিছু ঘটনা জোড়া লাগাতে হবে আজ, চ্যালেঞ্জটা নিন।
কুম্ভ
মুষলধারে আনন্দ ঝরবে আজ, মনের সুখে ভিজুন।
মীন
অমীমাংসিত কিছুর মীমাংসা হবে, দারুণ সময় কাটবে।