২০২৫
9 বার পড়া হয়েছে
আজ ৮ জানুয়ারী২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
ভ্রমণের পরিকল্পনাটা আজ সম্ভব হলে স্থগিত রাখুন।
বৃষ
তটস্থ ভাবটা কেটে যাবে। আত্মবিশ্বাস ফিরে পাবেন আজ।
মিথুন
হেঁয়ালিপনায় বিরক্ত হবেন না। নতুবা বড় কিছু হারাতে পারেন।
কর্কট
আশা পূরণ হতে পারে আজ। যা অপ্রত্যাশিতই ছিল।
সিংহ
কোনো কিছুর পুনরাবৃত্তি বিরক্তির কারণ হতে পারে।
কন্যা
মুখরিত একটি দিন কাটাতে যাচ্ছেন। দারুণ ভালো কাটবে।
তুলা
কথায় ও আচরণে সংযমের পরিচয় দিন।
বৃশ্চিক
মিলে যাবে আজ অনেক কিছুই। অদ্ভুতভাবে।
ধনু
উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ মিলতে পারে।
মকর
কোনো শুভকাজে বিপত্তি দেখা দিতে পারে।
কুম্ভ
সৃজনশীল কোনো কাজে মজে থাকবেন।
মীন
প্রিয়জনের অভিমানে একাকিত্ব বেড়ে যেতে পারে।