২০২৫
18 বার পড়া হয়েছে
আজ, ৩১ ডিসেম্বর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
অন্যের প্ররোচনায় প্রলুব্ধ হবেন না। নিজেই সিদ্ধান্ত নিন।
বৃষ
মুখের শব্দ কিন্তু ছোড়া বুলেটের চেয়েও ভয়ংকর। সচেতন হোন।
মিথুন
আজ কলিগদের সহযোগিতা ভীষণ কাজে লাগবে।
কর্কট
নানা কাজে আজ নিজেকে ব্যস্ত রাখবেন না। অস্থির হয়ে উঠবেন তাতে।
সিংহ
উৎসাহ ফিরে পাবেন নতুন কিছু করার। ফুরফুরেও থাকবেন।
কন্যা
অলক্ষ্যে কেউ কিছু বলতে চাইবে। ঝেড়ে ফেলুন আজ সেসব।
তুলা
লেনদেনে অধিক সাবধান থাকুন। না হলে সমস্যা বাড়বে।
বৃশ্চিক
যানবাহনে ওঠার সময় আজ অবশ্যই সচেতন থাকুন।
ধনু
পিছনের কোনো ঘটনা বেশ টানতে চাইবে। এতে আবেগ আপ্লুত থাকবেন।
মকর
কেউ বাধা দিতে চাইলেও আপনার ইচ্ছাশক্তির কাছে তা কিছুই নয়।
কুম্ভ
ভালো না বাসাটাও কি একধরনের ভালোবাসা! অদ্ভুত এক সমীকরণ মেলাবেন আজ।
মীন
সিদ্ধান্ত গ্রহণে মুনশিয়ানার পরিচয় দেবেন আজ।