২০২৫
12 বার পড়া হয়েছে
আজ, ৩০ ডিসেম্বর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
শক্ত হোন। আপনাকেই আজ বৈঠার হাল ধরতে হবে।
বৃষ
দূরদর্শিতার পরিচয় দিতে হবে আজ। তবে সময় নিন।
মিথুন
আপনার উদারতাই আজ ঝামেলার কারণ হতে পারে।
কর্কট
নিজের ভুল আজ নিজেই অনুভব করবেন। সমস্যারও সমাধান মিলবে।
সিংহ
কিছু প্রাপ্তি আছে আজ, আছে কিছু অপ্রাপ্তিও।
কন্যা
কেউ বিপদে ফেলার পরিকল্পনা করছে। সাবধান কিন্তু।
তুলা
দিনটা স্মরণীয় হয়ে উঠবে আপনারই কোনো দারুণ সিদ্ধান্তের ফলে।
বৃশ্চিক
ফাটল ধরাতে চাইবে কেউ দাম্পত্যে।তবে সাবধান!
ধনু
ঝড় আসতে পারে প্রেমিকার মনে। তবে আপনি দুর্বল হবেন না যেন।
মকর
মনটা খুলে দিন। উজ্জ্বল আলো আসছে!
কুম্ভ
নিজেকে নিয়মের বেড়াজালে বেঁধে ফেলতে পারছেন এত দিন পরেও।
মীন
দায়িত্ব সচেতনতার জন্য বাহবা পাবেন। যা আগেও আপনার ছিল।