২০২৫
11 বার পড়া হয়েছে
আজ, ২৯ ডিসেম্বর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
পাবলিক গেদারিংয়ে মনোযোগ হারানো যাবে না কিন্তু।
বৃষ
নীরবেই কোনো ঘটনা ঘটছে আজ। দিনশেষে তা টের পাবেন।
মিথুন
দৃঢ় থাকার পরীক্ষা দিতে হবে আজ। সেই সার্টিফিকেটের যোগ্যতাও আছে।
কর্কট
ইচ্ছের বিরুদ্ধে আজ কিছু একটা করতে হতে পারে আপনার।
সিংহ
আজ আলোচনা, সমালোচনা, পর্যালোচনায় জড়িয়ে যেতে পারেন।
কন্যা
বহু পরিশ্রমের ফল আজ পাবেন নিশ্চিত।
তুলা
বেহিসেবি কেনাকাটা হতে পারে আজ।
বৃশ্চিক
মেজাজের পারদটা আজ ধীরে ধীরে কমতে পারে।
ধনু
আজ মুখিয়ে থাকবেন নতুন কিছু করার জন্য।
মকর
অপরের জন্য কিছু করাটা কী যে আনন্দের। সেটাই আজ করতে যাচ্ছেন।
কুম্ভ
আজ কোনো কাজে ঝুঁকি নেবেন না।
মীন
আজ কোনো বিষয়ে নাক গলাবেন না। তা ঝামেলারই বটে।