২০২৫
10 বার পড়া হয়েছে
আজ, ২৭ ডিসেম্বর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
নির্ভরতার জায়গাটা নাড়া খেতে পারে। হতাশ হলে চলবে না কিন্তু।
বৃষ
স্মৃতি রোমন্থনে দারুণ স্বস্তি পাবেন।
মিথুন
বিখ্যাত হওয়ার চেয়ে বিশ্বস্ত হওয়াটা কঠিন। আজ তা বুঝবেন।
কর্কট
আপনার সুন্দর ব্যবহারে পেশাদারি বাড়বে।
সিংহ
মন ভেঙে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটতে পারে। তবে দ্রুতই কামব্যাক করবেন।
কন্যা
আজ ভ্রমণভাগ্য ভালো।সঙ্গে প্রেমের প্রস্তাবও।
তুলা
প্রো-অ্যাকটিভ হতে হবে আজ। তাতেই সমাধান।
বৃশ্চিক
হৃদয় আদালত থেকে কারণ দর্শানোর জবাব দিতে যাচ্ছেন দারুণ এক্সাইটেড হয়ে।
ধনু
আজকের দিনটা কাজের ক্ষেত্রে ক্যাটালিস্টের ভূমিকা পালন করবেন।
মকর
অপেক্ষার প্রহর আজ আশা করি দিনের আলোয় ধুয়ে-মুছে যাবে।
কুম্ভ
ওয়ার্মআপ শেষ। আজ মূল কাজে হাত দেওয়ার দিন।
মীন
ঝামেলার দুর্গন্ধ আরও উৎকট হবে আজ। ঝেড়ে ফেলে দিন।