২০২৫
27 বার পড়া হয়েছে
আজ ২৬ ফেব্রয়ারী২০২৫। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
বিরক্তি হবেন বেশ, আজই তা কেটে যাবে।
বৃষ
অযথা অনেক সময় নষ্ট হতে পারে। সচেতন থাকুন।
মিথুন
নতুন আইডিয়া পাবেন, কাজে লাগান।
কর্কট
শরীরটা বিগড়াতে পারে, অবহেলা করবেন না।
সিংহ
মাস্টার প্ল্যান শেষ, আজ কাজ শুরুর দিন।
কন্যা
কাজের বোঝা হামলে পড়বে, সামলান আপনার মতো করে।
তুলা
মেজাজ তিরিক্ষি হবার যথেষ্ট কারণ থাকবে, আপনার মেজাজ কিন্তু আপনার হাতে।
বৃশ্চিক
কারও অভিনয় ধরতে পারবেন, চমকে উঠবেন।
ধনু
সাংগঠনিক কাজে ব্যস্ত থাকবেন, ভালো লাগবে।
মকর
কারও উপকার করে বেশ তৃপ্তি পাবেন আজ।
কুম্ভ
আঁধার কেটে যাবে, আলোয় উদ্ভাসিত দিন।
মীন
হোঁচট খাবেন, এ শিক্ষাটা আপনার সামনের চলার পথ মসৃণই করবে।