২০২৪
6 বার পড়া হয়েছে
আজ, ২৬ ডিসেম্বর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
আজ পজিটিভ কিছু করতে যাচ্ছেন। তবে কৌশলী আচরণ কাম্য।
বৃষ
ফাঁকা ফাঁকা লাগছে? ঝপ করে মনের শাটারটা নামিয়ে দিলে তো এমন হবেই!
মিথুন
বুদ্ধির জোরে আজ পার পেয়ে যাবেন। এমন পরিস্থিতিতে সচেতন থাকুন।
কর্কট
যথেষ্ট হয়েছে, আজ ইতি টানতে হবে। খুনসুটি বেশ ভালোই জমবে।
সিংহ
বুঝেও না বোঝার ভান করবে কেউ। রোমান্সের মৃদু সৌরভটা কি টের পাচ্ছেন?
কন্যা
কারও আচরণে ভিন্নতা আপনাকে বিরক্ত করবে। অযাচিত উপদেশের কী দরকার!
তুলা
আজও ঝলমলে হাসিটাই থাকবে। তবে মিশ্র একটি দিন কাটাতে যাচ্ছেন।
বৃশ্চিক
চাকরির স্থলে স্বীকৃতি পেতে পারেন আজ।
ধনু
অকারণ উত্তেজনার কারণে অস্থিরতা বাড়বে। কেন তা করছেন?
মকর
তালগোল পাকাবেন না । কাজের সমুদ্র পেরোনোর জাহাজ আপনার আছে।
কুম্ভ
ইশারায় বুঝে নিতে হবে আজ অনেক কিছু। দ্রুত চিন্তার গুণটা দারুণ কাজে দেবে।
মীন
হারা ম্যাচ জেতানোর পরীক্ষিত প্লেয়ার আপনি। ইতস্তত করছেন কেন?