২০২৫
26 বার পড়া হয়েছে
আজ ২৫ ফেব্রয়ারী২০২৫। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
স্বভাববিরুদ্ধ কিছু একটা করতে যাচ্ছেন, সময়ের প্রয়োজনেই।
বৃষ
মুখচোরা ভাবটা কাটিয়ে উঠতে হবে আজ, নতুবা বিপদ।
মিথুন
অভিজ্ঞতালব্ধ জ্ঞান কাজে লাগবে বেশ আজ, দিনটাকে আপনার করে নিতে পারবেন।
কর্কট
দুর্লভ কিছুর সন্ধান পাবেন, স্তব্ধ করবে ব্যাপারটা।
সিংহ
কারও অত্যুক্তি অস্বস্তির কারণ হতে পারে, সাবধান।
কন্যা
বিষম ক্ষুব্ধ হবেন কোনো ব্যাপারে, সচেতন সিদ্ধান্ত কাম্য।
তুলা
সমস্ত গ্লানি ঘুচে যাবে আজ, নাটকীয়ভাবে।
বৃশ্চিক
উপদ্রব দূর হবে আজ, স্বস্তি পাবেন।
ধনু
অসম্মত কেউ সম্মতি প্রকাশ করবে, কৃতিত্বটুকু আপনার।
মকর
কোনো নতুন ব্যাপারে উৎসাহিত হয়ে উঠবেন, বেশ লাগবে।
কুম্ভ
আনন্দবিহবল দিন, আর কী চাই।
মীন
বিশ্বাসে আঘাত লাগতে পারে, সত্যটুকু মেনে নিন।