রবিবার, ৫ই জানুয়ারি,
২০২৫

  • অন্যান্য রাশিফল

  • আজকের রাশিফল I ১ জানুয়ারী


    সোনারদেশ ২৪ ডেস্ক


    বুধবার, ১লা জানুয়ারি,

    ২০২৫

    /

    11 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    আজ ১ জানুয়ারী২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?

    মকর

    অতিথি নারায়ণ। কথাটি পুরো মাস মনে রেখে সুন্দর হাসি ধরে রাখা চাই। ঠিক ধরেছেন, অতিথি আপ্যায়নে প্রায় পুরো মাসটিই কাটবে! তবে এই হাসি আরও প্রসারিত হবে পাওনা টাকা হাতে এলে। সব মিলিয়ে আনন্দে, নির্বিঘ্নে সময় কাটাতে পারবেন।

    কুম্ভ

    পারিবারিক কাজে মাসখানা একেবারে ব্যস্তময় হয়ে উঠবে। তবু কাজগুলোতে পূর্ণ মনোযোগ প্রয়োজন। একটু ভুল হলেই পরে ভুগতে হবে। শরীরের সঙ্গে মনেরও যত্ন নিন। মন ভালো না থাকলে কোনো কাজই যথাযথভাব করা সম্ভব হয় না।

    মীন

    মন খারাপ অবস্থা কাটিয়ে ওঠার সবচেয়ে ভালো উপায় পছন্দের কোনো জায়গা থেকে ঘুরে আসা। সেটাই করুন। এরপর নতুন যে কাজগুলো হাতে এসেছে, সেগুলো পূর্ণ মনোযোগ দিয়ে শুরু করে দিন। আয় বাড়াতে হবে; কারণ, মাসখানায় ব্যয়টা একটু বেশিই।

    মেষ

    বেশ কিছুদিন তো ভালো সময় কাটালেন। এবার একটু মন্দ সময় কাটাতে হতে পারে! কর্মক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হতে পারে। প্রিয় মেষ যে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে পারবেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

    বৃষ

    যে ঝামেলাগুলো জট পাকিয়ে রয়েছে, এবার সেগুলোর অবসান হওয়ার পালা। তবে নতুন ঝামেলাও ওত পেতে রয়েছে, সেগুলো থেকে বাঁচতে সচেতন থাকুন। শরীরের প্রতি যত্নবান হওয়া জরুরি। প্রয়োজনে হাওয়া বদল করে আসুন।

    মিথুন

    অন্যের উপকারে মাসের বেশির ভাগ সময় ব্যয় হয়ে যাবে। তা নিয়ে অবশ্য আফসোস থাকার কথা নয়। কেননা কারও মুখে নিশ্চিন্তের হাসি দেখতে কার না ভালো লাগে? সেই ভালো লাগার পালে হাওয়া দেবে মাসের শেষের ভালো কোনো সংবাদ।

    কর্কট

    মাসটি খুব সাবধানে চলতে হবে; বিশেষ করে লোকজনের সঙ্গে কথাবার্তায়। কেননা মনখানা যে ভালো নেই আপনার! যে কারও সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। মাস শেষে সুন্দর কিছু সময় অপেক্ষা করে আছে।

    সিংহ

    প্রিয়জনকে এবার সময় দিন; নতুবা দূরত্ব বাড়তে পারে আরও। টাকার কথা চিন্তা না করে ভালো কোনো উপহার দিন। কিংবা সারপ্রাইজ। তার মন ভালো থাকলে আপনিও ভালো থাকতে পারবেন, কথাটা মনে রাখবেন।

    কন্যা

    নানা কারণে অস্থিরতায় কাটবে। তবে যেকোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নেওয়ার মানসিক শক্তি আপনার আছে। তাই এ নিয়ে নিশ্চয়ই আসন পেতে দুশ্চিন্তা করতে বসবেন না। শুধু একটু সাবধান থাকবেন। ভালো খবর হলো আর্থিক দিক দিয়ে মাসখানায় এক্কেবারে ফুরফুরে থাকবেন।

    তুলা

    বিভিন্ন সমস্যা কাটিয়ে কিছুটা অবসন্ন হয়ে আছেন। কোথাও বেড়াতে যেতেও ইচ্ছা যদি না করে, তবে বেশি করে পরিবারের সঙ্গে সময় কাটান। প্রয়োজনে অফিস থেকে ছুটি নিন। মনে রাখবেন, পরিবার সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়।

    বৃশ্চিক

    এই মাসে বেশ নির্ভার থাকবেন। ওমনি দন্ত বিকশিত হয়ে গেলো? নির্ভার মানে কাজের চাপ থাকবে না, তবে কাজ থেকে ছুটি পাচ্ছেন তা নয়। এর মধ্যে সামাজিক, পারিবারিক দায়িত্বগুলো সেরে নিতে পারেন। সময়টা চমৎকার কেটে যাবে।

    ধনু

    অনেক দিনের পারিবারিক ঝামেলা মিটতে যাচ্ছে। মনের ধকল দূর করতে সবাইকে নিয়ে বেড়িয়ে আসুন। অর্থ খরচা নিয়ে ভাবছেন কেন? সেটি যেমন জলের মতো যাবে, আসবেও জলের মতো। নির্ভার মন নিয়ে এবার কর্মক্ষেত্রে যোগ দিতে পারবেন, সেটাই-বা কম কি?


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd