২০২৪
17 বার পড়া হয়েছে
আজ, ১৭ ডিসেম্বর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
কারও অনুগ্রহে নয়, নিজ যোগ্যতায় কিছু অর্জন হতে যাচ্ছে।
বৃষ
সাফল্যের ফুল সাজানোর ফুলদানি কি রেডি?
মিথুন
স্বার্থসংশ্লিষ্ট কিছু ব্যাপারে ছাড় দিন আজ।
কর্কট
বহু কাঠখড় যার জন্য পুড়িয়েছেন, তা হাতের মুঠোয় আসছে!
সিংহ
ঘুরু ঘুরু করতে মন চাইছে।যান, ঘুরে আসুন।
কন্যা
অযথা কারও কানকথা না শোনাই বুদ্ধিমানের কাজ হবে আজ।
তুলা
ফুঁ দিলেই আজ সমস্যার সমাধান। অযথা গুবলেট পাকাবেন না।
বৃশ্চিক
মেজাজের তাপমাত্রা আজ কন্ট্রোলে রাখতেই হবে কিন্তু।
ধনু
এগিয়ে চলাটা কেউ থামাতে চাইবে হয়তো। থামবেন না আজ।
মকর
জানা বিষয় অজানা মনে হতে পারে। ঘাবড়াবেন না।
কুম্ভ
নতুন যা শুরু করতে যাচ্ছেন, সাহসের সঙ্গেই শুরুটা করুন।
মীন
কারও তোষামুদি আলাপে গলা চলবে না আজ।