২০২৪
18 বার পড়া হয়েছে
আজ, ১৫ ডিসেম্বর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
মতের অমিল হতে পারে কারও সঙ্গে। দূরত্বও বাড়তে পারে।
বৃষ
আলোচনা চালু রাখুন। ঝামেলা কিন্তু ঘোচাতে হবে আপনাকেই।
মিথুন
পুরোনো কোনো রোগ বাগড়া দিতে পারে। ডাক্তারের শরণাপন্ন হোন।
কর্কট
প্রিয়জন কিছু বলতে চাইছে।ভান করছেন না শোনার। কেন?
সিংহ
বাধ্যবাধকতায় থাকলেও কিছু কাজ করতেই হবে কিন্তু।
কন্যা
চালবাজি করতে চাইবে কেউ। খুব কেয়ার।
তুলা
পর্যবেক্ষকের ভূমিকাতেই থাকুন আজ। দেখুন না কী হয়।
বৃশ্চিক
ধীরে চলো নীতিই আজ মেনে চলুন। অস্থির হবেন না।
ধনু
সাবলীল থাকুন। ঝামেলা মিটে যাবে আজ।
মকর
ক্ষেপবেন না আজ? মাথা গরম করে কোনো সমাধান হয় না।
কুম্ভ
কিছু গুচ্ছ প্রস্তাব পেতে পারেন। যাচাই করুন সাবধানে।
মীন
অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে আজ। ধীরস্থির থাকুন।