২০২৪
17 বার পড়া হয়েছে
আজ, ১৪ ডিসেম্বর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
গুরুত্বপূর্ণ একটি দিন। মনঃসংযোগ চাই শতভাগ।
বৃষ
সমন্বয় প্রয়োজন। কান্ডারি হতে হবে আপনাকেই।
মিথুন
অন্যায় কিছু মেনে নেবেন না। যতই চাপে থাকুন।
কর্কট
ভুল শোধরানোর সুযোগ পাবেন। কাজে লাগান।
সিংহ
ভারসাম্য বজায় রাখুন। এটাই দিনের বড় চ্যালেঞ্জ আপনার জন্য।
কন্যা
প্রিয়জনের পরামর্শ নিন। মুশকিল আসান হবে।
তুলা
দুর্বলতা কাটানোর সুযোগ পাবেন। কাজে লাগান।
বৃশ্চিক
ভুলের পুনরাবৃত্তি করবেন না। আজ ভুল করা যাবে না।
ধনু
সহজাত বৈশিষ্ট্যটি বজায় রাখুন। সাফল্য পেতে সেটাই যথেষ্ট।
মকর
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। বিচক্ষণতা কাম্য।
কুম্ভ
জনসংযোগ আছে আজ। ফুরফুরে দিন কাটবে।
মীন
বলে ফেলুন মনের কথা। সুযোগ কিন্তু সব সময় আসে না।