২০২৫
8 বার পড়া হয়েছে
আজ ১২ জানুয়ারী২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
সিঁড়িতে ওঠা শুরু করেছেন। আরও এক ধাপ উঠতে যাচ্ছেন আজ।
বৃষ
তত্ত্বের চাইতে তথ্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আজ।
মিথুন
কারও কৃপণতায় ব্যথিত হতে পারেন। দিনেই তা সারিয়ে ফেলুন।
কর্কট
সিদ্ধান্ত গ্রহণে দ্বিধাগ্রস্ত হয়ে পড়তে পারেন।
সিংহ
নির্ভরতা কমিয়ে নিজেকেই দায়িত্ব বুঝে নিন আজ।
কন্যা
আয় আর ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখুন। নইলে ঝামেলা।
তুলা
কোনো কাজে নেতৃত্ব দেওয়ার মানসিকতা বাড়বে আজ।
বৃশ্চিক
অপ্রস্তুত ভাবটা কাটিয়ে উঠতে হবে আজ। তবে সাবলীল না হলে পস্তাবেন।
ধনু
অলসতার জন্যই জীবনে পিছিয়ে পড়তে হয়। মেনে চলুন।
মকর
প্রতিজ্ঞা রক্ষার পরীক্ষায় নামছেন আজ। বেশ পারবেন।
কুম্ভ
সামাজিক কোনো কাজে নিজেকে বিলিয়ে দেবেন আজ।
মীন
আপনার দৃঢ় মানসিকতায় ঝামেলা থাকলেও তা উতরে যাবেন।