২০২৫
11 বার পড়া হয়েছে
আজ ১০ জানুয়ারী২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
আজ কোনো প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। শুভদিন।
বৃষ
বেখাপ্পা কিছু সময় চেপে ধরতে পারে। সামলাতে হবে কৌশলে।
মিথুন
খেলাচ্ছলে কোনো ব্যাপার জটিল রূপ নিতে চাইবে। সাবধান।
কর্কট
গভীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন তার। আজ তার সমাপ্তি ঘটতে পারে।
সিংহ
হয়তো হৃদয়বিদারক, তবু হৃদয় দিয়ে কিছু একটার মোকাবিলা করুন।
কন্যা
নিপুণ দক্ষতার পরিচয় দিয়ে কাউকে মুগ্ধ করতে যাচ্ছেন। কনগ্রাচুলেশনস।
তুলা
শিকড়ের টানটা অনুভূত হবে আজ। ঘুরে আসুন না হয়।
বৃশ্চিক
সকল কাঁটা ধন্য করে দিনটাকে নিজের করে নিতে যাচ্ছেন। তা আপনি পারবেনও।
ধনু
শিল্পীমনা মনোভাবের দরুন প্রশংসিত হতে পারেন।
মকর
আজ মৌনতায় মুক্তি পাবেন। দিনটাও অনুকূলে।
কুম্ভ
আজ বেড়াতে যাওয়ার সুযোগ আসতে পারে। দেরি করছেন কেন?
মীন
স্বপ্ন আর বাস্তব কি এক হয়? আজ উত্তর পাবেন।