২০২৪
13 বার পড়া হয়েছে
আজ, ৯ ডিসেম্বর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
সীমাবদ্ধতাটুকু ঘুচিয়ে ফেলতে পারবেন আজ। তাক লাগানোর মতো কিছু একটা করতে যাচ্ছেন।
বৃষ
সৃজনশীল কর্মযজ্ঞে ডুবে থাকবেন আজ। বেশ লাগবে।
মিথুন
নতুন কিছু শিখবেন আজ। বেশ উপভোগ্য হবে বিষয়টি।
কর্কট
একধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে যাচ্ছেন আজ। আপনার ঝকঝকে মস্তিষ্কটাকে উত্তেজিত হতে দেবেন না শুধু।
সিংহ
প্রতিকূল পরিস্থিতি আজ অনুকূলে আসা শুরু করবে। দারুণ দারুণ ব্যাপার ঘটতে যাচ্ছে আজ।
কন্যা
সঠিক কথাটি সঠিকভাবেই বলুন। আজ এটাই আপনার জয়ের টনিক।
তুলা
আচরণের দৃঢ়তাটুকুর কারণে আজ ফাঁদ থেকে বেঁচে যেতে পারেন। ভবিষ্যতে সাবধান থাকতে হবে অনেক বেশি।
বৃশ্চিক
কোনো জায়গায় প্রতিনিধিত্ব করার দায়িত্ব পেতে পারেন আজ। অর্জনের পাল্লাটা ভারী হবে।
ধনু
প্রতীক্ষার তীব্রতাটুকু বাড়তে থাকবে। তবে এর শেষটুকু কল্পনার চেয়েও সুন্দর।
মকর
নিজে থেকে পালিয়ে বেড়াতে চাইবেন কেন? আজ স্বস্থানে ফিরে আসুন।
কুম্ভ
ঘাবড়ানো চলবে না আজ। নতুন নতুন অনেক কিছু ঘটতে যাচ্ছে আজ।
মীন
বিব্রতকর কিছু একটা হতে পারে। স্মার্টলি তা সামলানো চাই।