২০২৪
16 বার পড়া হয়েছে
আজ, ৮ ডিসেম্বর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
গলি-ঘুপচি পেরিয়ে লক্ষ্যে পৌঁছানোর দিন আজ। সাহসের পারদটা যেন এক মুহূর্তের জন্যও না নামে। খুব বেশি প্রয়োজন এটার আজ।
বৃষ
অংশগ্রহণমূলক কোনো কাজে দারুণভাবে ডুবে যাবেন। আর হ্যাঁ, রাগের আগুনটাতে পানি ঢালুন, নতুবা নিজেই দগ্ধ হবেন।
মিথুন
প্রাণবন্ত কিছু সময় কাটাবেন আজ। দিন শেষে সারা জীবন ধরে রাখার মতো কিছু পেয়ে যাবেন।
কর্কট
কষ্টকর কোনো কাজ থেকে সুমিষ্ট ফল পেতে যাচ্ছেন। এক্কেবারে হুড়োহুড়ি করবেন না যেন।
সিংহ
আপনার আগ্রহের কিছু পেয়ে যাবেন। দারুণ পুলকিত হবেন।
কন্যা
সহজলভ্য কোনো ব্যাপারই দুরূহ হয়ে উঠতে পারে। মোটেও ঘাবড়াবেন না। আপনি এ কাজটা বহুবার করেছেন। এবারও পারবেন। পারবেনই।
তুলা
ছোট ছোট কিছু ব্যাপারই একসঙ্গে বড় হয়ে ঝামেলা পাকাতে পারে। সাবধান, খুব সাবধান।
বৃশ্চিক
মৌলিকত্বের জায়গাটাতে বিন্দুমাত্র ছাড় দেবেন না। এটাই আপনার শক্তিমত্তার জায়গা। কথাটা মনে রাখবেন।
ধনু
আবেগের অশ্রুর বহিঃপ্রকাশ ঘটবে আজ। এর অবশ্য প্রয়োজন ছিল।
মকর
অজান্তেই আজ দারুণ কিছু করতে যাচ্ছেন। আসলেই কি পুরোপুরি অজান্তেই!
কুম্ভ
নতুন একটা মোড় নিতে যাচ্ছেন। সন্তর্পণে চলুন।
মীন
মন্ত্রমুগ্ধ একটি দিন কাটাবেন। অনেক দিন মনে রাখার মতো।