২০২৪
9 বার পড়া হয়েছে
আজ, ৩ সেপ্টেম্বর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
বৃষ
আপনার শিথিলতার সুযোগ নিতে পারে কেউ। সাবধান।
মিথুন
হেলাভরে তুলে নেওয়া জিনিসও কত দামি হতে পারে, তা টের পাবেন।
কর্কট
খেটেখুটে হয়রান করেছেন নিজেকে। সুমিষ্ট ফল পাবেন।
সিংহ
অদ্ভুত এক প্রাণশক্তি অনুভব করবেন। মন হারিয়ে যাবে আজ।
কন্যা
ব্যবসায়িক কাজের সুবাদে ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
তুলা
স্বাভাবিক কোনো ব্যাপারেই অস্বাভাবিকতা টের পাবেন। তৃনয়নটা খোলা রাখুন।
বৃশ্চিক
শখ পূরণের দিন আজ। তা লাখ টাকার হলেও পূরণ হচ্ছে।
ধনু
উসখুস না করে বলে ফেলুন। সুযোগ পাবেন আজ।
মকর
ঠিক সময়েই এসে পড়বে সে। যার জন্য অপেক্ষা করছেন।
কুম্ভ
কাজটা কাঁচা হলেও পাকা করে নেওয়ার সুযোগ পাবেন। কাজে লাগান।
মীন
হৃদয়ের হাহাকার বাড়বে আজ। তবে কার জন্য সেই ব্যাকুলতা!