২০২৪
14 বার পড়া হয়েছে
আজ, ৩ নভেম্বর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
জনমুখর থাকবেন আজ। গুরুত্বপূর্ণ কিছু জানতে পারবেন।
বৃষ
যে ভাঙা-গড়ার মধ্যে দিয়ে যাচ্ছেন, তার একটা সমাধান হবে।
মিথুন
আকাশের ঠিকানায় আর চিঠি লিখতে হবে না। ঠিকানা খুঁজে পাবেন আজ।
কর্কট
ক্ষিপ্ত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। ধৈর্য ধরুন।
সিংহ
কাছের মানুষেরাই আজ দূরে সরে যেতে পারে।
কন্যা
আজেবাজে কিছু মুহূর্তের মুখোমুখি হতে পারেন। শক্ত হাতে সামাল দিন।
তুলা
কান পেতে শুধু তার হৃদয়ের কথাই আজ না হয় শুনুন।
বৃশ্চিক
পরিশ্রমের প্রতিফল আজ দেখতে পাবেন।
ধনু
ভীত হলে চলবে না। সাহসী সিদ্ধান্ত আজ নিতে হবে।
মকর
রঙিন ব্যাপারগুলোকে সাদাকালো মনে হতে পারে আজ।
কুম্ভ
লড়াই নয়। সহযোগিতার মাধ্যমেই এগোতে হবে আজ।
মীন
কোনো ঘনিষ্ঠ ব্যক্তির সাক্ষাৎ পেয়ে মনটা প্রসন্ন হয়ে উঠবে।