২০২৫
14 বার পড়া হয়েছে
আজ, ৩১ অক্টোবর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
আশাহত হওয়ার মতো কিছু ঘটতে পারে আজ। হারের খুব কাছাকাছি থেকে ফিরে আসবেন।
বৃষ
সুখী হতে খুব বেশি কিছু যে লাগে না তা বুঝবেন হৃদয় দিয়ে। অপ্রত্যাশিত কোনো সহায়তা পেতে যাচ্ছেন আজ।
মিথুন
আড়ালে-আবডালে অনেক কিছু হয়েছে, আজ তা প্রকাশ করুন।
কর্কট
হতাশায় ডুবে না গিয়ে কাজে ডুব মারুন আজ।
সিংহ
ঝিম মারা সময়টা চাঙা হয়ে উঠবে হঠাৎ করে। আবেগে ভেসে না গিয়ে যুক্তির রাস্তায় হাঁটুন, নতুবা বেশ পস্তাবেন।
কন্যা
অযাচিত বেদনায় কাতর হবার সম্ভাবনা আছে, নিজেকে নিজেই বোঝাতে হবে কিন্তু।
তুলা
নিজেকে ধোঁকা দিবেন না, কষ্টটা কিন্তু নিজেরই হবে।
বৃশ্চিক
আজ তুমুল উত্তেজনাপূর্ণ কিছু মুহূর্ত কাটাবেন।
ধনু
উদ্ভট গপ্প ফেঁদে প্রভাবিত করতে চাইবে কেউ, সাবধান।
মকর
দূরের কোনো মানুষ কাছে আসবে অদ্ভুত কোনো কারণে। চমকে ভরা একটি দিন কাটাতে যাচ্ছেন।
কুম্ভ
কোনো এক আবেগঘন মুহূর্তে ভুল করার সম্ভাবনা রয়েছে। সাবধান, সাড়ে সাবধান।
মীন
সাফল্যের হাওয়ায় ছোটখাটো ঝামেলাগুলো ফুড়ুত করে উড়ে যাবে।