২০২৫
21 বার পড়া হয়েছে
আজ, ৩০ অক্টোবর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
ফুরফুরে মেজাজটায় কেউ চির ধরাতে চাইবে, সাবধান।
বৃষ
না চাওয়া কিছু পেতে যাচ্ছেন আজ, কী করা যায় বলুন তো!
মিথুন
নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে, খুব গুরুত্বপূর্ণ সময়ের সাথী হবে সে।
কর্কট
কিছু কি মনে পড়ল আজ, একটু পিছনের কিছু কি!
সিংহ
ভুলে যাওয়া কিছু মনে পড়বে, গুরুত্বপূর্ণ কিছু্।
কন্যা
কারও আহ্বানে আপ্লুত হতে পারেন, সমঝে বস!
তুলা
বাদল গেছে টুটি, আর কী লাগে আজ!
বৃশ্চিক
হট্টগোল হবে আজ, সুচিন্তিত মতামত চাই।
ধনু
আবেগের সঙ্গে যুক্তির মিশেল চাই আজ, নতুবা পস্তাবেন।
মকর
দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, ছন্দ হারাবেন না।
কুম্ভ
কেউ কিছু বলতে চাইছে, শুনবেন একটু।
মীন
আগ্রহের কিছু পেয়ে যাবেন, মজে থাকবেন গোটা দিনটাই ।