২০২৪
7 বার পড়া হয়েছে
আজ, ২ সেপ্টেম্বর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
নানা কথা বিনিময় হবে দুজনের। পেছনের কথা মনে করবেন না।
বৃষ
ব্যবধান কমবে। হৃদয়ের ব্যবধান।সেকথাই বলছি।
মিথুন
স্তব্ধ ভাবটা কাটতে শুরু করবে। শিগগিরই।
কর্কট
মান-অভিমানের পালা শেষ হলো। আজ যান না ঘুরতে।
সিংহ
অফিসে আজ বসের সুনজর পড়বে। হাসিমাখা দিন যে আজ।
কন্যা
আড়ষ্ট ও জড়সড় ভাবটা কাটাতে হবে। নতুবা অনেক হ্যাপা আছে।
তুলা
কিছু সাংসারিক ঝগড়া হতে পারে। সব চুকেবুকে ফেলুন।
বৃশ্চিক
আজ অর্থভাগ্য বিশেষ শুভ।নতুন বিনিয়োগে যান।
ধনু
কারও ঔদাসীন্য বিপদের কারণ হতে পারে। সাবধান!
মকর
আপনা থেকেই অনেক ঝামেলা ঘুচে যাবে আজ। দারুণ সম্ভাবনা সামনে।
কুম্ভ
ক্ষুণ্ন হবেন কোনো একটা কারণে। ব্যাপারটা এমন হলো কেন ভাবুন।
মীন
দুর্বোধ্য কিছু ব্যাপার পরিষ্কার হবে। যা আগে ভাবেননি।